এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের প্রধান পৃষ্ঠপোষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Daily Jugabheri
প্রকাশিত ১৮ অক্টোবর, শুক্রবার, ২০২৪ ১৭:২৫:৫৬

যুগভেরী ডেস্ক :::

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের প্রধান পৃষ্ঠপোষক, সিলেটের বিশিষ্ট সমাজসেবী রতন মনি মোহন্ত এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকার তাঁর দেবপুর নাথপাড়াস্থ নিজ বাসভবনে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান, পরিষদের উপদেষ্টা প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, সিলেটের বিশিষ্ট সমাজসেবী রতন মনি মোহন্ত, পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্তী, পরিষদের উপদেষ্টা বিজয় কুমার দেবনাথ।
সভায় সদ্য সমাপ্ত মহালয়া উৎসবে সার্বিক পৃষ্ঠপোষকতার জন্য প্রধান পৃষ্ঠপোষক রতন মনি মোহন্ত কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উৎসবে দরিদ্র অসহায়দের মধ্যে ৫০টি বস্ত্র ও অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৫টি সারদা বৃত্তি প্রদান করায় তাঁকে কৃতজ্ঞতা জানানো হয়।
প্রধান পৃষ্ঠপোষক তাঁর বক্তব্যে অদূর ভবিষ্যতেও পরিষদকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় পরিষদের প্রধান পৃষ্ঠপোষকের পরিচিতি তুলে ধরেন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ব্যাংকার বিনায়ক চক্রবর্তী শুভ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পৃষ্ঠপোষক ব্যাংকার মতি লাল মালাকার, ব্যাংকার দীপংকর দেব, ব্যাংকার শরদিন্দু সরকার, ইঞ্জিনিয়ার অরবিন্দ রায় অপু, যুগ্ম সমন্বয়কারী অব. ব্যাংকার পরেশ চন্দ্র দেবনাথ, সহ সভাপতি ইমিগ্রেশন এডভাইজার নিরঞ্জন চন্দ্র চন্দ, শাবিপ্রবির সহকারি রেজিষ্ট্রার অসিত কুমার সূত্রধর, ব্যাংকার তারেশ কান্তি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার দীপক কুমার দাশ, সহ সম্পাদক শিক্ষক অনুকূল সূত্রধর, এডভোকেট দিপন আচার্য্য, সহ সাংগঠনিক সম্পাদক শিক্ষক ভানু চন্দ্র পাল, সুজিত কুমার দাশ, সাংস্কৃতিক সম্পাদক নাট্যকর্মী অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদিকা শিক্ষয়িত্রী শর্মিলা দেব পূরবী, আপ্যায়ন সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস প্রমুখ। শেষে প্রধান পৃষ্ঠপোষকের পক্ষ থেকে উপস্থিত মহালয়া পরিবারের সকল সদস্যকে জলযোগে আপ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন