এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

কানাইঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট এক নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

Daily Jugabheri
প্রকাশিত ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ০১:৪১:৫০

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌরসভার দারুল উলূম মাদ্রাসার পাশে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে গতকাল সোমবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছেন আরো ২ জন।
নিহত নির্মাণ শ্রমিক কামরুল ইসলামের বাড়ি উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রাম কুল্লা গ্রামে। সে আজিজুর রহমান আজই এর ছেলে। আহত অপর দুই নির্মাণ শ্রমিক হলেন, পৌরসভার গোবিন্দপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আসাদ আহমদ (১৬), শ্রীপুর গ্রামের শফিকুল হকের পুত্র আলিম উদ্দিন (৬০)।
জানা যায়, নির্মাণাধীন ঐ ভবনের একটি কক্ষে জানালার গ্রীলের কাজ করার সময় অসাবধানতা বশত ভবনের একটি বৈদ্যুতিক লাইনের সাথে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শ্রমিক কামরুল ইসলাম, আসাদ আহমদ ও আলিম উদ্দিন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহত দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত কামরুল ইসলামের লাশ হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে।
থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ হাসপাতালে গিয়ে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন