এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোতোয়ালী থানা ওসি’র সাথে মতবিনিময়

Daily Jugabheri
প্রকাশিত ১৪ আগস্ট, বুধবার, ২০২৪ ১৩:০৩:৩২
কোতোয়ালী থানা ওসি’র সাথে মতবিনিময়

যুগভেরী ডেস্ক ::: খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনে স্বৈরাচারী সরকার পালিয়ে গেলে দেশের মুক্তিকামী জনতা যখন আনন্দ উল্লাসে রাজপথে নেমে আসে, তখন একটি চিহ্নিত মহল সরকারী অফিস, স্থাপনা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটে মেতে উঠে। অগ্নি-সন্ত্রাস কোন রাজনৈতিক কালচার হতে পারেনা। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীরা দেশ-জাতীর শত্রু। দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ কোতোয়ালী মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এম. নুনু মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত শেষে থানার ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আজ ১৩ আগস্ট ২০২৪ মঙ্গলবার দুপুরে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার নেতৃবৃন্দ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এম. নুনু মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সিলেটের আইন সৃংখলার উন্নতি, রাজনৈতিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহমান ঐতিহ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ওসি এম. নুনু মিয়া খেলাফত মজলিস নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আইন সৃংখলার উন্নততিকল্পে সবাইকে আন্তরিক সহযোগিতার আহবান জানান।
খেলাফত মজলিসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, কোতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, কোতোয়ালী পূর্ব থানা সভাপতি জাহেদ আহমদ চৌধুরী, ১৩ নং ওয়ার্ড সভাপতি মাওলানা সোহাইল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন