এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

দাড়িয়াপাড়ায় মন্দির ও আশ্রম পরিদর্শণে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা

Daily Jugabheri
প্রকাশিত ০৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৫৯:০৫

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় মন্দির ও আশ্রম পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার, ৮ আগস্ট বিকেলে মন্দির ও আশ্রম পরিদর্শন শেষে মতবিনিময়কালে শিক্ষার্থীরা যেকোন বিষয়ে সংখ্যালঘূ সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবকিছু শান্তিপূর্ণ আছে এবং যেকোনো ভূল খবর প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরারিচাঁদ কলেজের সমন্বয়ক তানজিনা বেগম, আয়েশা আক্তার, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাজেদ, মহিলা কলেজের শিক্ষার্থী শারমিন, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল দাস, জায়েদ আহমেদ, গোবিন্দ দাশ, সুদীপ্ত দেব প্রণব, এমরান হোসেন, অনুপ দেব, সাহাদ হোসেন, বিশ্বজিৎ মালাকার, দ্বীপ দাস প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন