এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে বিএনপির শুকরিয়া সভায় জনতার ঢল

Daily Jugabheri
প্রকাশিত ০৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৩৬:১৪
গোয়াইনঘাটে বিএনপির শুকরিয়া সভায় জনতার ঢল

যুগভেরী ডেস্ক ::: গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার বিদায় পরবর্তী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলতে হবে। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালিমাযুক্ত করার ষড়যন্ত্র আবার শুরু হয়ে গেছে। গণতন্ত্রে উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে। সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। ছাত্রজনতার বিজয় পরবর্তী দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বৃৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিবাদী হাসিনার বিদায় ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরিয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়। এতে গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি/সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সদস্য সচিব সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, যুগ্ম আহবায়ক জাহিদ খান, মিজানুর রহমান হেলোয়ার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের মেম্বার শাহেদ আহমদ, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাসুক আহমদ, রুবেল মেম্বার, আলিম উদ্দিন,শামীম আহমদ ও আব্দুর রহমান মেম্বার প্রমুখ। শুকরিয়া সভায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন