এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Daily Jugabheri
প্রকাশিত ১৮ জুলাই, বৃহস্পতিবার, ২০২৪ ১৮:২৭:০৭
বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

যুগভেরী ডেস্ক ::: কোটা বিরোধী আন্দোলনকারীদের ডাকে সাটডাউনের নামে নৈরাজ্য-বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এসে সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান এডঃ নাসির উদ্দিন খানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি, আসাদ উদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এডঃ রনজিত সরকার এম,পি, জেলা আওয়ামী লীগ সদস্য, হাবিবুর রহমান হাবিব এম,পি, জেলা ছাএলীগ সভাপতি, নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাএলীগ সভাপতি, কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক, নাঈম আহমদ।

এ ছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদর ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, মহানগর ওয়ার্ড আওয়ামী লীগরর সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ সহ বিপূল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাসুক উদ্দিন আহনদ বলেন, সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে জননেএী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ ভাবে অপশক্তিকে মোকাবিলা করতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন