এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

……………………………

গোয়াইনঘাটে পিকআপে পিষ্ট হয়ে জুবায়ের আহমদ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ১৩ জুলাই, শনিবার, ২০২৪ ২৩:১৭:২৩

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁও গোয়াইনঘাট টু সারীঘাট সড়কে ডি আই পিকআপে পিষ্ট হয়ে জুবায়ের আহমদ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার আব্দুল মহল মাদ্রাসার ১ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। নিহত জোবায়ের উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার(১৩ জুলাই)বেলা ১টায় মাদ্রাসায় পড়ুয়া ১ম শ্রেনীর শিক্ষার্থী জুবায়ের আহমদ (৮)মাদ্রাসা ছুটি হওয়ার গোয়াইনঘাট টু সারীঘাট সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় গোয়াইনঘাটগামী একটি ডিআই পিকআপ বেপরোয়া ভাবে চালিয়ে জুবায়েরকে চাপা দেয়। এসময় স্থানীয়রা পিকআপটি আটক করে। তবে এর চালক পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান সুমন দুর্ঘটনায় জুবায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,ডিআই পিক-আপের চাপায় জুবায়ের আহমদ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন