এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিডনী রোগে আক্রান্ত জামিল বাচঁতে চায়

Daily Jugabheri
প্রকাশিত ০৪ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৪ ০১:০৯:১২
কিডনী রোগে আক্রান্ত জামিল বাচঁতে চায়

২২ বছরের টগবগে যুবক জামিল।  বাড়ি দক্ষিণ সুরমার খোজারখলায়।  সবার মতো সে ও ছিলো পরিশ্রমী। কিন্তু ভাগ্যের নির্মমতায় আজ সে ও তার পরিবার দিশেহারা। জামিলের দুটি কিডনীতে সমস্যা। প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিসের খরচ প্রায় ১৫ হাজার টাকারও বেশি।  বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের জন্য ৩০লক্ষ টাকার ও বেশি প্রয়োজন।  এতো টাকা তার পরিবারের সদস্যদের পক্ষে বহন করা সম্ভব নয়। এ পর্যন্ত জামিলের পরিবারের সদস্যরা নিজেদের যা ছিলো তা তার চিকিৎসার ব্যয় বহন করে বর্তমানে হিমশিম খাচ্ছেন।  বিকল্প কিডনি প্রতিস্থাপন জামিলের পক্ষে কোনো ভাবে সম্ভব না। জামিলের কিডনি প্রতিস্থাপনে তহবিল সংগ্রহের জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের হৃদয়বানদের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।  সবাই নিজের সামর্থ অনুযায়ী তাকে সহযোগিতা করলে সে ফিরে পারে স্বাভাবিক জীবন। তাকে আর্থিক সহযোগিতা প্রদানের ঠিকানা নিচে দেওয়া হলো। বি:দ্রঃ– রোগীর ব্যাপারে কোন কিছু জানার ইচ্ছে থাকলে যোগাযোগ নাম্বার :– ০১৭১২০৫১৫৪৮( ওয়াটসআপ), #অ্যাকাউন্ট.. #সিটি ব্যাংক জিন্দাবাজার শাখা সিলেট, বাংলাদেশ।, # অ্যাকাউন্টের নাম (বাবর আহমেদ)একাউন্ট নং :-২৩০৩৫৭৯৮৬৭০০১, অথবা বিকাশ নাম্বার :-০১৭১২০৫১৫৪৮।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন