এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

কমলগঞ্জে গায়ে হলুদের কনের গলায় ছুরিকাঘাত : চাচাতো বোন আটক

Daily Jugabheri
প্রকাশিত ১৩ মার্চ, বুধবার, ২০২৪ ০০:০৯:৪২

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের কমলগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে কনের গলায় ছুরিরকাঘাতের ঘটনায় দায়েরকৃত মামলায় চাচাতো বোনকে আটক করেছে পুলিশ।

গত শনিবার রাতে শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলীর সহযোগিতায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সুনছড়া চা বাগান থেকে নিচু রেলি বৃষ্টি (২৫)কে আটক করে।

জানা যায়, শমশেরনগর চা বাগানের রেলিটিলার সুরনারায়নের কনে সীমা রেলি (২১) এর বিয়ের দিন ধার্য্য ছিল গত ৬ মার্চ। গত মঙ্গলবার রাতে সীমার গায়ে হলুদের আসর বসে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘরে আসার পর পাশ্ববর্তী ঘরের নেচু রেলি বৃষ্টি (২৫) পিছনের দরজা দিয়ে কনে সীমা রেলিকে ডাক দেয়। এ সময়ে দরজা খুলে বের হলে নেচু রেলির হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সীমা রেলির গলায় আছড় দিলে গুরুতর রক্তাক্ত হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিচু রেলি বৃষ্টি দ্রুত পালিয়ে যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন নেচু রেলী বৃষ্টিকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন