এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রেমে মজেছেন সারা

Daily Jugabheri
প্রকাশিত ০৩ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৫:০৩:৩১
প্রেমে মজেছেন সারা

বিনোদন ডেস্ক ::: বলিউড অভিনেত্রী সারা আলি খান অভিনয়ের পাশাপাশি তার স্টাইলের জন্যও পরিচিত। সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট প্রায়ই ভাইরাল হয়। সম্প্রতি সারা আলি খানকে ঘিরে বেশ কিছু গুঞ্জন ছড়িয়েছে, যা নিয়ে বেশ আলোচনা চলছে।

 

গুঞ্জন উঠেছে যে, সারা মডেল অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে ডেট করছেন। যদিও দুজনই এই সম্পর্ক গোপন রাখতে চান। কিন্তু তাদের ছবি ও ভিডিও সামনে এসেছে। তাদের সম্পর্কের গুঞ্জন এখন চাঙ্গা।

তাদের একসঙ্গে রাজস্থানে ছুটি উপভোগ করতে দেখা গেছে। দুজনই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে রাজস্থানের হোটেল থেকে কিছু ছবি ও ক্লিপ শেয়ার করেছেন। অন্যদিকে অর্জুন প্রতাপ বাজওয়া হোটেলের জিমে ব্যায়াম করার সময় একটি ছবি পোস্ট করেছেন। তাদের পোস্টের পর থেকেই সারা ও অর্জুনের সম্পর্ক নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও কেদারনাথে তাদের একসঙ্গে সময় কাটানোর ছবি ভাইরাল হয়েছিল। তবে এখন পর্যন্ত সারা এবং অর্জুনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সারা আলি খান বর্তমানে আপকামিং মুভি ‘স্কাই ফোর্স’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এ ছাড়াও আসছে ‘মেট্রো দ্য ডেজ’। এটি পরিচালনা করছেন অনুরাগ বসু।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন