এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সম্মিলিত নাট্য পরিষদের বিশ্ব নাট্য দিবস উদযাপন

Daily Jugabheri
প্রকাশিত ২৮ মার্চ, বৃহস্পতিবার, ২০২৪ ০১:৪৭:৫২
সম্মিলিত নাট্য পরিষদের বিশ্ব নাট্য দিবস উদযাপন

নাটকের শক্তি সকল অপশক্তিকে মোকাবিলা করতে পারে


যুগভেরী ডেস্ক ::: সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট বিশ্ব নাট্য দিবস পালন করেছে।   দিবসটি উপলক্ষে ২৭ মার্চ রাত সাড়ে নয়টায় সারদাহলে নাট্য পরিষদের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয় থিয়েটার আড্ডা।   সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনার পর
কবিতা,গান,নাটক থেকে পাঠ ও তাৎক্ষণিক অভিনয়ে অংশ নেন সিলেটের নাট্য কর্মীরা।  শুরুতেই বিশ্ব নাট্য দিবসের আন্তর্জাতিক বাণী পাঠ করা হয়।এবারের বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠান নরওয়ের নাট্যকার,লেখক,অনুবাদক ইয়োন ফসে।  এসময়ে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অনুপ কুমার দেব,অর্ধেন্দু দাশ, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, নাট্য সংগঠক নীলাঞ্জন দাশ টুকু, সাংস্কৃতিক সংগঠক বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন,মুক্তিযুদ্ধ গবেষকও লেখক অপুর্ব শর্মা,সাবেক সদস্য এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়,প্রচার সম্পাদক দিবাকর সরকার শেখর, নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু, বিভিন্ন নাট্য দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও নাট্য- সংস্কৃতিকর্মীরা।  অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির মহান মুক্তিযুদ্ধ থেকে গণতান্ত্রিক সকল আন্দোলনে নাট্যকর্মীরা তাদের শ্রম,মেধা,ইচ্ছাশক্তি ও দেশপ্রেম দিয়ে গণমানুষের আকাঙ্খা পূরণে কাছাকাছি থেকেছে। তাঁরা বলেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট দীর্ঘ চল্লিশ বছর ধরে সিলেটের নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায়।বক্তারা বলেন,নাটকের শক্তি দিয়ে সকল অপশক্তি মোকাবিলা করা সম্ভব।  সবশেষে নাট্য কর্মীরা নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের কল্যাণে শপথবাক্য পাঠ করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন