এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে মাংসতে ‘আল্লাহ’লেখা দেখতে মানুষের ভিড়

Daily Jugabheri
প্রকাশিত ৩০ জুন, রবিবার, ২০২৪ ২৩:১৭:৩৭
সিলেটে মাংসতে ‘আল্লাহ’লেখা দেখতে মানুষের ভিড়

যুগভেরী ডেস্ক ::: সিলেটের সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ডের বাসিন্দা গরু মাংসের,রান্না করার সময় টুকরায় অলৌকিকভাবে ‘আল্লাহ্’ লেখা ভেসে উঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রবিবার দুপুরে বালুচর আল ইসলাহ বাসায় গরুর মাংস রান্না করার সময় এ ঘটনা ঘটে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ মাংসের টুকরাটি দেখতে ভিড় জমান ওই বাড়িতে।
রবিবার, বিকালে সরেজমিন গিয়ে জানা যায়,বদরুর রহমান বাবর প্রতিবারের মতো এবারও সমাজ ভুক্ত হয়ে কোরবানি দিয়েছিলেন। গরুর মাংস রবিবার দুপুরে রান্না করতে যান সাংবাদিক বদরুর রহমান বাবর এর স্ত্রী পারুল বেগম। মাংস রান্না করার সময় ওই টুকরাটি ভেসে ওঠে। পরে মাংস টুকরা তোলার পর দেখা যায় আরবি হরফে লেখা রয়েছে, ‘আল্লাহ্’। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় প্রবীণ মুসল্লিদের দেখালে তারাও ‘আল্লাহ্’ লেখাটি নিশ্চিত করেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ‘আল্লাহ’ লেখা মাংসের টুকরাটি একনজর দেখতে ভিড় জমান। ‘আল্লাহ’ লেখা মাংসের টুকরাটি তারা বাড়িতে সংরক্ষণ করেন।
নিজের খুশির কথা ব্যক্ত করে পারুল বেগম নামের ওই নারী জানান, মসলা দিয়ে মাখিয়ে মাংস যখন রান্না করতে যাই, তখন বারে বারে ওপরে উঠে আসছিল টুকরাটি। কোনোমতেই ডোবানো যাচ্ছিল না। পরে মাংস রান্না শেষে যখন পাত্রে রাখি তখন থালা থেকে একাই ওই টুকরোটি নিচে পড়ে যায়। তারপর ‘আল্লাহ্’ লেখা দেখা যায়। এমন ঘটনা আগে মানুষের মুখে শুনেছি। কিন্তু এমন দৃশ্য কখনো নিজে চোখে দেখিনি। মাংসের টুকরাটি সংরক্ষণ করবেন বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন