এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নে ক্যাপ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৯ জুন, শনিবার, ২০২৪ ২৩:২২:৩৯
জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নে ক্যাপ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

যুগভেরী ডেস্ক :::  সিলেট সদর উপজেলার জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে যাকাত ফান্ড থেকে দুইশত পঞ্চাশ জনকে আড়াই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জুন) জালালাদের শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. একে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক। ক্যাপ ফাউন্ডেশনের সিইও নুর হুমায়ূনেরয়ূনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সিলেট সরকারি কলেজের সাবেক জিএস ও শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আহমদ, সাবেক ছাত্রনেতা আশরাফ সিদ্দিকী, ড. একে আব্দুল মোমেন  এমপির ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিনসহ জালালাবাদ- হাটখোলা ইউপি সদস্যগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ক্যাপ ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর  দিলোয়ার হোসেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন