যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর উপজেলার জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে যাকাত ফান্ড থেকে দুইশত পঞ্চাশ জনকে আড়াই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জুন) জালালাদের শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. একে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক। ক্যাপ ফাউন্ডেশনের সিইও নুর হুমায়ূনেরয়ূনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সিলেট সরকারি কলেজের সাবেক জিএস ও শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আহমদ, সাবেক ছাত্রনেতা আশরাফ সিদ্দিকী, ড. একে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিনসহ জালালাবাদ- হাটখোলা ইউপি সদস্যগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ক্যাপ ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর দিলোয়ার হোসেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা