এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

শাহ ওলিউল্লাহ (র.) রইছুল উলুম এর নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ২৩ এপ্রিল, বুধবার, ২০২৫ ১৮:৪৪:৫৫
শাহ ওলিউল্লাহ (র.) রইছুল উলুম এর নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জামেয়া শাহ ওলিউল্লাহ (র.) রইছুল উলুম আখালিয়া বড়গুল সিলেটের নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার (২৩ এপ্রিল) বিকাল ২টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জামেয়া শাহ ওলিউল্লাহ (র.) রইছুল উলুম এর প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা রইছ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা পেশ করেন জামেয়ার সভাপতি ও দারুস সালাম মাদরাসার মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান, জামেয়ার নির্বাহী মুহতামিম মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, নাজিমে তালিমাত মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, জামায়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রধান মুফতি মাওলানা আব্দুল কাদির মাছুম, মাদরাসাতুল কোরআন ওয়াসসুন্নাহ সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা লোকমান আহমদ, দরগাহ মাদরাসার সাবেক উস্তাদ মাষ্টার নুরুল ইসলাম, আল সাজিদা খাতুন মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুজিবুর রহমান বিপ্লবী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান, হাফিজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, হাফিজ রায়হান আহমদ, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান করেন দারুস সালাম মাদরাসার মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন