এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা

Daily Jugabheri
প্রকাশিত ২৩ এপ্রিল, বুধবার, ২০২৫ ১৮:৫০:৫৩
সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা

যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে ইসলাম ও ইসলামী আন্দোলন নিয়ে অনেকে ষড়যন্ত্র হয়েছে। পতিত ফ্যাসিবাদের দোসর ইসলাম বিদ্বেষী শক্তি ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তারা প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে কুরআন সুন্নাহ পরিপন্থি ও নৈতিকতা বিরোধী সুপারিশ রিপোর্ট জমা দিয়েছে। এ ব্যাপারে ধর্মপ্রাণ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। জামায়াত নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে। কারণ ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়।

তিনি বলেন, জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। মানবতার মুক্তি ও দুর্নীতিমুক্ত করতে দেশ গঠনে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামেই সকল সমস্যার সমাধান রয়েছে। আল্লাহর দাসত্ব ও রাসূলে মকবুল (সাঃ) এর আনুগত্যের মাধ্যমেই মানুষের সার্বিক জীবনের কল্যাণ ও পরকালিন মুক্তি নিহিত রয়েছে। দেশপ্রেমিক ধর্মপ্রাণ জনতাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় উদ্ধুদ্ধ করতে দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

তিনি মঙ্গলবার রাতে জামায়াত কেন্দ্র ঘোষিত যোগাযোগ পক্ষ হিসেবে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড জামায়াত সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা গোলাম রাব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা আমীর মো: শাহেদ আলী ও সহকারী সেক্রেটারী সাবেক কাউন্সিলার সুহেল আহমেদ রিপন।

সভায় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আবুল হাসান, তাহের হাসান, তারেক হাসান, সুর্জে আলম ও ইকবাল আহমেদ বাদল। এছাড়া এসময় ওয়ার্ডের বিভিন্ন মসজিদের মোতোয়াল্লী, কোষাধ্যক্ষসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন