এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

শান্তিপূর্ণ পরিবেশে সিলেটে এসএসসি পরীক্ষা শুরু

Daily Jugabheri
প্রকাশিত ১০ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ ১৩:৫৭:১৫
শান্তিপূর্ণ পরিবেশে সিলেটে এসএসসি পরীক্ষা শুরু

যুগভেরী ডেস্ক ::: সারাদেশের মত সিলেটেও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। চলবে বেলা ১টা পর্যন্ত। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৩ হাজার ১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে ছেলে ৪২ হাজার ১০৮ জন এবং মেয়ে ৬০ হাজার ৮৯৩ জন।

বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এরমধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে ৩৩ কেন্দ্রে পরীক্ষায় বসবেন শিক্ষার্থীরা।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ৪১১ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৯৫৮ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৫৩ জন কমেছে। ২০২৪ সালে এ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯ হাজার ৪১২ ছাত্র-ছাত্রী।

এদিকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। এ আদেশ আগামী ১৩ মে পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানায় পুলিশ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন