এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু

Daily Jugabheri
প্রকাশিত ০৯ এপ্রিল, বুধবার, ২০২৫ ১৩:১৬:৫০
দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ অনুষ্ঠানে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করেন তিনি।

এর ফলে মহাকাশ ভিত্তিক কৃত্রিম উপগ্রহের ইন্টারনেটের ব্যবহারের এগিয়ে যাবে বাংলাদেশ। যার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এদিকে চার দিনব্যাপী বিজনেস সামিটের দুই দিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে।

এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অফিশিয়াল কার্যক্রম শিথিল ও জ্বালানি নীতি তৈরির ঘোষণা দিয়েছে সরকার। সম্মেলনের তৃতীয় দিনে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে সব ধরনের সহায়তার আশ্বাস দেবেন প্রধান উপদেষ্টা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন