
যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর পাঠানটুলায় একটি দোকান ও কয়েকটি বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৯ এপ্রিল) দুপুর দিকে এই অগ্নিকান্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, পাঠানটুলা এলাকার একটি লেপ তোষকের দোকানে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তা পাশের কয়েকটি দোকান ও বাসায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রন করা হয় ।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন