এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

কোম্পানীগঞ্জে হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদ এর আয়োজনে ২৪ জন আলীম-হাফিজদের সংবর্ধনা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ০৮ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২০:২৭:৩৩
কোম্পানীগঞ্জে হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদ এর আয়োজনে ২৪ জন আলীম-হাফিজদের সংবর্ধনা প্রদান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদ এর আয়োজনে ২০২৪-২৫ ঈসায়ী ১৪৪৫-৪৬ হিজরী সনের ২৪ জন আলিম-হাফিজদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল উপজেলার স্থানীয় তেলিখাল বাজারে হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদ এর সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা রাসেল আহমদ এর যৌথ সঞ্চালনায় হাফিজ আশরাফ আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান বলেন আপনারা বৃহত্তর তেলিখাল এলাকার গর্ব, আগামী দিনের রাহবার, জাতীর কর্নধার। আপনারা সমাজে আলো ছড়াবেন, মসজিদ মাদ্রাসার পাশাপাশি বিভিন্ন স্তরের নেতৃত্ব দিবেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আরটিসি গ্লোবাল স্টাডি এন্ড কনসালটেন্সি এর চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সদরুল আমিন,তেলিখাল মাদ্রাসার মুহতামিম মাওলানা জাবির আহমদ, জাতীয় ইমাম সমিতি কোম্পানীগঞ্জ এর সাধারণ সম্পাদক মাওলানা মোশতাক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কোম্পানীগঞ্জ এর সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ এর সাধারণ সম্পাদক হাজী আবু আহমদ,খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ রায়, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম। উল্লেখ্য যে, অনুষ্ঠানে ২০২৪-২৫ ঈসায়ী ১৪৪৫-৪৬ হিজরী সনের ২৪ জন আলিম-হাফিজদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন