এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে আকিজে কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

Daily Jugabheri
প্রকাশিত ৩১ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৪:১৪:০৫
হবিগঞ্জে আকিজে কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় ওই উপজেলার দুবাওই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন রিয়াজ, মাহফুজ, মিজান ও গাজী। তারা সকলেই কারখানার শ্রমিক। তাদের মধ্যে গাজী ও মাহফুজের বাড়ি চাঁদপুরে। বাকী দুজনের বাড়ির ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বাহুবলের দুবাওই এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা তৈরি করছে। সকাল ৯টার দিকে একটি গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এতে আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টার দিকে আকিজ কোম্পানীতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হলেও পথে দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এসময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘরের চালা উড়ে যায়। এ ব্যাপারে আকিজ গ্রুপের কারো বক্তব্য জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন