এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পুলিশের গুলিতে আহত আব্দুস সালাম টিপুকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ০৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৪ ২০:৪৫:৪১
পুলিশের গুলিতে আহত আব্দুস সালাম টিপুকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

যুগভেরী ডেস্ক ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীবলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের সাহস ও দৃঢ়তায় গণমানুষের বহু কাঙ্গিত প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা বাস্তবায়নের অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সংহত করে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কেউ যাতে আন্দোলনের অর্জিত বিজয়কে বিকৃত করতে না পারে সেদিকে গণতন্ত্রকামী মানুষকে সতর্ক থেকে একযোগে তা প্রতিহত করতে হবে। শান্তির সমাজ গড়তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অঙ্গীকার সেটি সার্থক করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ইতোমধ্যে দুষ্কৃতকারীরা সিলেটসহ দেশব্যাপী পরিকল্পিত অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাঙচুর ও লুটতরাজে লিপ্ত হয়েছে। আইনকে যাতে কেউ নিজ হাতে তুলে নিতে না পারে সেজন্য গণতন্ত্রকামী মানুষ সার্বিক সহায়তা প্রদান করবেন।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লুদী বলেন, কোটা সংস্কার আন্দোলনের বিজয়কে কেন্দ্র করে কোনো সহিংসতা হতে দেওয়া যাবে না। যাতে সিলেটে আর কোনো মারামারা-হানাহানি, ভাংচুর-লুটপাট না হয়, নেতাকর্মীদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। আজ বৃহস্পিবার (৮ আগস্ট) পুলিশের গুলিতে আহত জাতীয়তাবাদী ছাত্রদলের আব্দুস সালাম টিপু-উন্নত চিকিৎসাশেষে সিলেট ফিরে আসেন তখন বিমানবন্দরে থাকে সংবর্ধনা জানাতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন