এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন মেয়র নাদের বখত

Daily Jugabheri
প্রকাশিত ১৯ জুন, বুধবার, ২০২৪ ২২:৪১:৪৯
বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন মেয়র নাদের বখত

সুনামগঞ্জ ও সিলেটের ভানবাসি মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। আগামী ৩-৪ দিনের মধ্যে দেশে ফিরছেন বলে জানিয়েছেন তিনি।  জানা যায়, আমেরিকা প্রবাসী মেয়র নাদের বখত বন্যার পূর্ব মুহুর্তে  অসুস্থ ছেলেকে দেখতে পরিবারের কাছে আমেরিকায় চলে যান। কিন্তু বন্যার খবর পেয়ে তিনি উদগ্রীব হয়ে উঠেন। এই সময়ে বিদেশে অবস্থান করায় তিনি অপরাধবোধ করছেন।  এজন্য দেশে ফেরার জন্য আজ (বুধবার ) বিমানের টিকেট বুকিং করছেন। ২০২২ সালের বন্যায় তিনি বানভাসি মানুষেরে কাছে থেকে তাদের দুর্ভোগ লাগবে নিরলসভাবে কাজ করেছেন।  মেয়র নাদের বখত বলেন, আমার অসুস্থ ছেলেকে সময় দেয়ার জন্য কিছু দিন আগে আমি আমেরিকায় এসেছিলাম। কিন্তু হঠাৎ করে সিলেট-সুনামগঞ্জের মানুষ বন্যা কবলিত হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। এমন সময় আমি দূরে থাকায় নিজেকে অপরাধি মনে হচ্ছে। আজ টিকেট করেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশে ফিরে আসছি।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন