যুগভেরী ডেস্ক :: ‘হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নামকস্থনে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার এক নারী যাত্রী নিহরে টনা ঘটেছে। এসময় চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ জুন) দুপুর ১টায় উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানান, চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লস্করপুর রেলগেটে পৌছালে গেটম্যান বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এসময় শায়েস্তাগঞ্জগামী একটি অটোরিকশা সিগন্যাল অমান্য করে রেললাইনের ওপর উঠে পড়ে। এতে পাহাড়িকা ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অন্যরা যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ফাড়ি ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে হাসাপতালের মর্গে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বলেন, রেলগেটে চলাচল বন্ধের পরও অটোরিকশার চালক রেললাইনে ওঠায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন