এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

Daily Jugabheri
প্রকাশিত ১৫ মে, বুধবার, ২০২৪ ০৪:০৭:২৬
দোয়ারাবাজারে প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

নিজস্ব সংবাদদাতা, দোয়ারাবাজার
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (তৃতীয় ধাপ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন ২০ প্রার্থী। সাধারণ ভোটারদের মন জয় করতে সোমবার সন্ধ্যা থেকে হাটবাজার ও গ্রাম-গ্রামান্তরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. চান মিয়া মনোনয়ন প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী আনারস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক মোটরসাইকেল, দেওয়ান আশিদ রাজা চৌধুরী কাপ পিরিচ, বগুলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম দোয়াত কলম ও আওয়ামী লীগ নেতা মো. নুরুল আমিন ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. তাজির উদ্দিন তালা, নুর হোসেন মো. আবদুল্লাহ মাইক, মো. বশির আহমদ চশমা, মো. আবু বকর ছিদ্দিক বৈদ্যুতিক বাল্ব, মো. জিয়াউর রহমান উড়োজাহাজ, মো. রাসেল মিয়া টিয়া পাখি, মো. আবুল কালাম টিউবওয়েল, শরীফ আহমদ পালকী, জে ইউ সেলিম বই এবং সোনাধন দে পেয়েছেন গ্যাস সিলেন্ডার প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম প্রজাপতি, শামসুন নাহার ফুটবল, মোছা. শিরিনা বেগম হাঁস, লাইলী আক্তার লাকি সেলাই মেশিন এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাশ কলস প্রতীক পেয়েছেন। দোয়ারাবাজারে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন