এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

দোয়ারাবাজারে পান্ডারখাল বাঁধের ৫০ বর্ষপূর্তি উদযাপন

Daily Jugabheri
প্রকাশিত ১৩ মে, সোমবার, ২০২৪

নিজস্ব সংবাদদাতা, দোয়ারাবাজার ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সিরাজ-মহুয়া মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে স্থানীয় পান্ডারখাল বাঁধের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।  উল্লেখ্য, ১৯৭৪ সালে সুরমা নদীর ভাটিতে ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষার জন্য এই বাঁধ নির্মাণ করা হয়। বর্তমানে বাঁধটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ হাতে নিয়েছেন স্থানীয় পরিবেশ বান্ধব সচেতন নাগরিক সমাজ।  শনিবার বিকালে স্থানীয় শ্যামলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূর উদ্দিনের সভাপতিত্বে এবং সোহেল ও শাহীন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বর্ষপূর্তিতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজ-মহুমা মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সোহেল সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মাদ আলী কয়েছ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, কৃষি উপ-সহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম জুয়েল, যুক্তরাজ্য প্রবাসী তোফায়েল আহমদ, রণজিত দাস প্রমুখ।  পরিশেষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন