এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এসএসসি পরীক্ষার ফলাফল : সিলেটে কমেছে পাসের হার ও জিপিএ ৫

Daily Jugabheri
প্রকাশিত ১২ মে, রবিবার, ২০২৪ ১৫:১৮:১২
এসএসসি পরীক্ষার ফলাফল :  সিলেটে কমেছে পাসের হার ও জিপিএ ৫

যুগভেরী ডেস্ক ::: ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পাসের হার যশোর বোর্ডে। ৯২ দশমিক ৩৩ শতাংশ পাসের হার নিয়ে অন্যান্য বোর্ডের তুলনায় এগিয়ে রয়েছে এই বোর্ডটি।  অন্যদিকে ৭৩ দশমিক ৩৫ শতাংশ পাসের হার নিয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট বোর্ড।  রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র দেখা যায়। এদিন সকালে গণভবনে আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পরে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার উপস্থিত ছিলেন।  প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ।  সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন