এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাইয়ের মৃত্যু , সিলেট জেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত ১০ মে, শুক্রবার, ২০২৪ ২৩:০২:২১

সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ভোরের ডাক সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাই হাজী ফজলুর রহমান আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । শুক্রবার (১০ মে) বাদ আছর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত নানা রোগে ভোগছিলেন। মরহুম হাজী ফজলুর রহমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলীভোগ জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ও তাহির প্লাজার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । মরহুম ফজলুর রহমানের প্রথম জানাযার নামাজ আগামীকাল শনিবার (১১ মে) সকালে ছাতকের মন্ডলীভোগস্হ বাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আর ২য় জানাজার নামাজ ওইদিন বিকাল ২টা ৩০ মিনিটে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুর গ্রামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এদিকে, সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ। এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যরা বলেন- সাংবাদিক হাবিবুর রহমানের বড় ভাই একজন সৎ ও ন্যায় পরায়ণ এবং সালিশ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ব্যক্তি জীবনে একজন সহজ-সরল ও পরপোকারি ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক । নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুখ প্রকাশ করেন।   প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন