এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্ববাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের গুণীজনদের সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ৩০ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ ২৩:২৯:৪৭
বিশ্ববাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের গুণীজনদের সংবর্ধনা

বিশ্ববাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে দুই বাংলার গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।   মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাছুমা টফি একার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা গল্পকার সেলিম আউয়াল, সহ সভাপতি কবি ইশরাক জাহান জেলী, কলামিস্ট লোকমান হেকিম, কলামিস্ট জুঁই ইসলাম, কবি ছয়ফুল আলম পারুল, অর্থ সম্পাদক কবি শহিদুল ইসলাম লিটন, নিলাক্ষি সরকার (অনুরাধা), কবি ও আবৃত্তি শিল্পী সালেহ আহমদ খসরু, বিশিষ্ট লেখক মোস্তাক চৌধুরী, কবি লেখক সংগঠক পুলককান্তি ধর, ফিল্ম ডাইরেক্টর জহির চৌধুরী, সংগঠক ও কবি শিব্বির আহমদ, কবি মিলাদ আহমদ, কবি ও সাংবাদিক এমরান ফয়ছল, মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এ কে আজাদ খান, কবি ও ছড়াকার এখলাসুর রহমান, কবি চন্দ্র শেখর, কবি স্নিগ্ধা চৌধুরী, মাসুমা চৌধুরী, কবি ও সংগঠক মিহির মোহন, কবি ও সংগঠক সন্তোষ রঞ্জন পাল, জামাল উদ্দিন চৌধুরী, সিলেট বেতারের উপ পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিলেট শিল্পকলার আবৃত্তি শিল্পী অমিত ত্রিবেদী, শর্মিলা দেব পূরবী, কবি আব্দুল কাদির জীবন, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, সুলতানা রাশিদা চৌধুরী, জুবের আহমদ সার্জন, হাবিব আহমদ দত্ত চৌধুরী, ডাক্তার রায়হানা আক্তার, কবি ও গল্পকার তাসলিমা খানম বীথি, এ কে এম কামরুজ্জামান মাসুম, বিশিষ্ট শিল্পী জাকারিয়া হোসেন, সাংবাদিক ও লেখক ঋষি কেশ রায় শংকর, কবি ও সংগঠক শান্তা কামালী, দেওয়ান হুমায়ুন চৌধুরী, কবি সংগঠক মোহাম্মদ সুয়েজ হোসেন, সৈয়দ মামুন আহমদ, মোহাম্মদ সুজাদ হোসেন, জুবায়দা বেগম আঁখি, কবি ও সংগঠক কামাল আহমদ, মুহাম্মদ দিদার আহমদ, নিরব তালুকদার, সুমনা আক্তার, সুমি বেগম, আব্দুর রব, আমির, মোহাম্মদ লিলু মিয়া, রায়হান কবির, কয়েস মিয়া, ইকবাল কবির প্রমুখ।   অনুষ্ঠান শেষে বিশ্ববাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর পক্ষ থেকে ভারত পশ্চিমবঙ্গের কবি ও গবেষক সাংবাদিক সেখ নুরুল হুদা, করিমগঞ্জের গবেষক ও ইতিহাসবিদ কমরুজ্জামান চৌধুরী, হাবিব আহমদ দত্ত চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান গবেষক শেখর সন্ধানী, ইয়ুথ ডেলিকেশন বাংলাদেশ টিম লিডার ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সম্মাননায় ভূষিত রিফাত আরা রিফাকে সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন