এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তৃতীয় দিনে সিলেটে জাতীয় পার্টির ছাতা ও বিশুদ্ধ খাবার পানি-স্যালাইন বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ৩০ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ ২৩:২৩:৫১
তৃতীয় দিনে সিলেটে জাতীয় পার্টির ছাতা ও বিশুদ্ধ খাবার পানি-স্যালাইন বিতরণ

তীব্র তাপদাহে সর্বসাধারণের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো আজও সিলেটের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের মধ্যে ছাতা, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা নেতৃবৃন্দ।  মঙ্গবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় কোর্ট পয়েন্ট, আম্বরখানা পয়েন্টে পথচারী ও অফিসগামী জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ এবং ট্রাফিক পুলিশের মধ্যে ছাতা বিতরণ করা হয়।  এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম. এ সালেহ চৌধুরী।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট কবির আহমদ, হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি জামাল মিয়া, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী খান, সিনিয়র নেতা হারুনুর রশিদ চিশতী, ছাত্র সমাজের জেলা সভাপতি বিষ্ণু রবি দাস, শ্রমিক নেতা লায়েক আহমদ, আজাদূর রহমান, আনন্দ রবি দাস, তাহমিনা আক্তার, আমিনুল ইসলাম আমিন, মাহফজুর রহমান সহ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।  বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন