এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিববাড়ির জৈনপুরে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

Daily Jugabheri
প্রকাশিত ২৬ এপ্রিল, শুক্রবার, ২০২৪ ১৯:৪১:৪০
শিববাড়ির জৈনপুরে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

যুগভেরী ডেস্ক ::: সিলেটে লেগুনা গাড়ির চাপায় কসিদ আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টায় শিববাড়ির জৈনপুরে এ ঘটনা ঘটে বলে জানান মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন।  স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বৃদ্ধ লোকটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন।  হঠাৎ করে একটি লেগুনা দ্রুত গতিতে এসে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।   লেগুনার চালক পলাতক রয়েছে; লেগুনাটিকে আটক করে মোগলাবাজার থানায় নেওয়া হয়েছে।  ওসি বলেন, নিহতের পরিবার যদি অভিযোগ করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন