এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে থেকে মাদক কারবারি আটক

Daily Jugabheri
প্রকাশিত ২৬ এপ্রিল, শুক্রবার, ২০২৪ ১৯:৪৭:২৭
ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে থেকে মাদক কারবারি আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে এক মাদক কারবারি আটক হয়েছেন।  আটককৃত মো. মঈন উদ্দিন খান (২৮) নগরীরর সুবিদবাজার ৫১/এ, নূরানী এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।  বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে থেকে ঐ মাদক কারবারিকে আটক করা হয়।  সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে মঈন উদ্দিনকে আটক করে। এসময় ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন