এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে দগ্ধ তরুনী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ২৬ এপ্রিল, শুক্রবার, ২০২৪ ১৯:৩২:৪৫
সিলেটে দগ্ধ তরুনী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগরীতে ফুফুর বাসায় বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুই তরুণী একজন ঢাকায় মারা গেছেন। শুক্রবার দুপুরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া রহমান (১৮)।মারা যাওয়া সামিয়া বিয়ানীবাজার উপজেলার বড়আইল গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। বিদ্যুৎতাড়িত হয়ে তার শরীরের ৯০ ভাগ ঝলসে গিয়েছিলো।  জানা যায়, গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তিন তলা বাসার ছাদ থেকে কাপড় আনতে যান সামিয়া ও ইভা। এ সময় ছাদঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সামিয়া। মুহূর্তের মধ্যে তার শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইভা। বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ অপর ফুফাতো বোন সাদিয়া জান্নাত ইভা (২৩) বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামের সাহেল আহমদের মেয়ে। তার দুজনই কলেজছাত্রী। এঘটনায় ইভাও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।  মহানগরীর মজুমদারীতে ফুফুর বাসায় বেড়াতে এসেছিলেন তারা।  সামিয়ার খালাতো ভাই দিপু আহমেদ জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া। এ ঘটনায় আহত সাদিয়া জান্নাত ইভাও ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। এর আগে বুধবার বিকালে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সামিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, দগ্ধ সামিয়া রহমানের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ হয়।  ঢাকায় প্রেরণের এক দিনের মাথায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন