এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বড়শলা বাইপাস এলাকায় চোরাই তিন পিকআপ ভর্তি গরু উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ২৬ এপ্রিল, শুক্রবার, ২০২৪ ১৯:১৯:১৭
বড়শলা বাইপাস এলাকায় চোরাই তিন পিকআপ ভর্তি গরু উদ্ধার

সিলেটে ভারত থেকে আনা ১৮ চোরাই গরুসহ গ্রেফতার হয়েছেন তিনজন।  গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জসিম উদ্দিন (৩৫), মোঃ সাদেক মিয়া (৪২), মোঃ রহিছ মিয়া (৩৯)।  বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর এয়ারপোর্ট থানার বড়শলা বাইপাস এলাকা থেকে গরুসহ তাদের গ্রেফতার করা হয়।  পুলিশ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানার বড়শলা বাইপাস এলাকায় ৩টি পিকআপ গাড়ীতে ভারত হতে অবৈধভাবে চোরাইপথে আনা ১৮টি গরু উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ৩ চোরাকারবারীকে।  ঘটনার সতত্যা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ১৮টি গরু জব্দ করে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।   প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন