এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সাংবাদিক দেবাশীষ দেবুর মা আর নেই

Daily Jugabheri
প্রকাশিত ২৩ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ ০০:০২:১৭

যুগভেরী ডেস্ক ::: দৈনিক যুগভেরীর যুগ্ম-বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানী পাল (৬০) আর নেই। সোমবার (২২ এপ্রিল ) রাত সোয়া ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর এলাকার বাসিন্দা। এদিকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে চালিবন্দর শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন