এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোটি টাকার বকেয়া বিল পরিশোধ করল সিটি করপোরেশন

Daily Jugabheri
প্রকাশিত ২২ এপ্রিল, সোমবার, ২০২৪ ২১:৪২:০৯
কোটি টাকার বকেয়া বিল পরিশোধ করল সিটি করপোরেশন

যুগভেরী ডেস্ক ::: বকেয়া ১ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ৭শ’ ৩৫ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের চেক প্রদান করা হয়।

 

সোমবার (২২ এপ্রিল) নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ডিভিশন ১, ২, ৩, ৪ ও ৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ ১ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ৭শ’ ৩৫ টাকা চেক হস্থান্তর করেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন— সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) রুহুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস।

 

এছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ডিভিশন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন