এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে ‘হিট স্ট্রোকে’ রিকশা চালকের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ২১ এপ্রিল, রবিবার, ২০২৪ ২৩:৫৮:৩৮
সিলেটে ‘হিট স্ট্রোকে’ রিকশা চালকের মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় এক রিকশাচালকের মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার দুপুরে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। গরমে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।   নিহত আবু হা‌নিফ মিয়া হ‌বিগঞ্জ জেলার লাখাই উপ‌জেলার শিবপু‌রের করম আলীর ছে‌লে।

দক্ষিণ সুরমা থানার ও‌‌সি ইয়ার‌দৌস হাসান জানান, দুপুর সাড়ে বারোটার দিকে আবু হানিফ নামের ওই রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। সিলেটের তাপমাত্রা অনুযায়ী এটি হিথস্ট্রোক হওয়ার কথা না। সাধারণ স্ট্রোক বা অন্য কোনো কারনেও তার মৃত্যু হতে পারে।

নিহত রিকশাচালকের মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে র‌য়ে‌ছে।

সিলেট আবহাওয়া অফিস সুত্র জানায়, আজ সিলেটের তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বিকেল সোয়া চারটায় বৃষ্টি হয়েছে সিলেটে। এতে কিছুটা কমেছে তাপমাত্রা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন