এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

বিশ্বনাথে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ২১ এপ্রিল, রবিবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: সিলেটের বিশ্বনাথ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  রোববার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরের এ ঘটনা ঘটে। নিহতরা হলো- নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিরাজ মিয়ার ছেলে রিহান আহমদ ইয়াসিন (১০) ও একই গ্রামের টিটন মিয়ার ছেলে ইউসুফ রুহান (১১)। সম্পর্কে তারা দুজনেই ফুফাতো-মামাতো ভাই।   স্থানীয় সূত্রে জানা গেছে, রিহান ও রুহান তারা পরিবারের সঙ্গে বিশ্বনাথ পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের চানসিরকাপন গ্রামের একটি কলনিতে ভাড়া বাসায় থাকতেন। রিহান ও রুহান রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরে পানিতে নামে। এক পর্যায়ে তাদের খোঁজাখুজি শুরু হয়। কিছু সময় পরে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন