এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে শাহী ঈদ্গাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ১১ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৪ ১২:৫৫:২৩
সিলেটে শাহী ঈদ্গাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় এই জামাত শুরু হয়।  শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা।  এর আগে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।  এদিকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  ঈদের এ জামাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।  ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এ বছর সিলেট নগরেতে ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলার বিভিন্ন উপজেলায় দুই হাজার ৫৬৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।  মসজিদে হবে ২ হাজার ৯৯টি ও ঈদগাহে হবে ৪৭০টি ঈদ জামাত।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন