এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুদরত উল্লাহ মসজিদে মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্স সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ০৬ এপ্রিল, শনিবার, ২০২৪ ০২:২৫:৪৫
কুদরত উল্লাহ মসজিদে মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্স সম্পন্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের ব্যবস্থাপনায় তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্স সম্পন্ন হয়েছে। জুম্মাবার বিকেলে তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগরীর প্রধান কেন্দ্র বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মাসজিদে ২৩তম সহীহ্ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগরীর সহকারী দায়িত্বশীল মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে, ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর প্রধান মুয়াল্লিম প্রধান উস্তাজ ক্বারী আবদুল বাছেত মিলনের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেটের সাবেক দায়িত্বশীল শায়েখ আবদুস সালাম আল মাদানী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, জাহেদুর রহমান চৌধুরী, সহকারী উস্তায মুয়াল্লিম হাফিজ আহমদ কবির শামস, শিক্ষাবিদ আবদুল হাই ও ইন্তাজ আলী প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন জাহিদ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেছেন, কুরআন নাযিলের মাসে সহীহ কুরআন শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আনজুমানে খেদমতে কুরআন ও তা’লিমুল কুরআন ফাউন্ডেশন সহীহ কুরআন শিক্ষার মতো মহৎ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন