এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

খেলাঘর সিলেট জেলার উদ্যোগে সিলেট আবাহাওয়া অফিস গণহত্যা দিবস পালিত

Daily Jugabheri
প্রকাশিত ০৬ এপ্রিল, শনিবার, ২০২৪ ০২:০৯:৪০

৫ এপ্রিল সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবস। দিনটি বাঙালি জাতীর জন্য এক ভয়াভয়। সিলেট আবহাওয়া অফিসে নিরীহ কর্মচারীদের উপর পাকবর্বর বাহিনী নির্মম ভাবে হত্যা করে ৯ জন কর্মচারিকে। এটি সিলেটে প্রথম মুক্তিযুদ্ধ। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়তে মুক্তিযোদ্ধার সিলেট আবহাওয়া অফিসের টিলায় জড়ো হন। এক সময় দু পক্ষের মধ্যে শুরু হয় গুলি বিনিময়। দীর্ঘক্ষন চলে তুমুল যুদ্ধ। কিন্তু অস্ত্র ও প্রয়োজনীয় গুলা বারুদের অভাবে এক সময় পিছু হঠতে বাধ্য হন মুক্তিযোদ্ধারা। কিন্তু প্রতিশোধ স্পৃহায় সুসজ্জিত পাক বাহিনী অগ্রসর হতে থাকে সামনের দিকে। চারিদিক থেকে ঘিরে ফেলে আবহাওয়া অফিসের টিলা। এ সময় অফিসে কর্মরত সকলকে বাহিরে বের করে সারি করে দাাঁড় করায়। কিছু বুঝে উঠার আগেই হানাদার বাহিনীর বুলেট ছিন্ন ভিন্ন করে কর্মরত ৯ জন বাঙালিকে। শহীদ হন ৯ জন বাঙালি। গণ কবরটি অবহেলিত অবস্থায় পড়ে ছিল। খেলাঘর কর্মীদের অনুসন্ধানের মাধ্যমে গণ কবরের সন্ধান পাওয়া যায়। সে থেকে দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন করে আসছে খেলাঘর।   এ উপলক্ষে ৫ এপ্রিল সকাল সাড়ে এগারোটায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে খেলাঘর সিলেট জেলার কর্মীরা। সিলেট আবহাওয়া অফিসের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পন করা হয়। খেলাঘর ছাড়াও সোপান শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্র, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ সহ অন্যান্য সামাজিক , সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে।
অনুষ্ঠানে খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব) তাপসী চক্রবর্তী লিপি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজ উদ্দিন শিরুল, বিধান দেব চয়ন, সহ-সভাপতি সত্যপ্রিয় দাশ শিবু, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সোপান শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের অন্যতম সদস্য শ্যামল চন্দ্র দে প্রমূখ: উপস্থিত ছিলেন। খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য এবং বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন