এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

……………………………

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সদস্যদের ঈদ উপহার প্রদান করলেন সমাজসেবী সুমন

Daily Jugabheri
প্রকাশিত ০৫ এপ্রিল, শুক্রবার, ২০২৪ ১৯:২৬:০৫

যুগভেরী রিপোর্ট
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৫ এপ্রিল) বেলা আড়াইটায় নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন বিশিষ্ট সমাজসেবী দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র আজীবন সদস্য নুরুল ইসলাম সুমন। দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় ঈদ উপহার সামগ্রী প্রদানের পূর্বে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী। সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল, সদস্য এম এ মালেক, মোঃ আবু বক্কর তালুকদার, পাবলে আহমদ ও হাবিবা আক্তার।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন