এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিলেট-ভোলাগঞ্জ সড়কে টুরিস্ট বাস উল্টে অর্ধশত পর্যটক আহত

Daily Jugabheri
প্রকাশিত ০২ এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ ১৯:৩৪:৫৫
সিলেট-ভোলাগঞ্জ সড়কে টুরিস্ট বাস উল্টে অর্ধশত পর্যটক আহত

যুগভেরী ডেস্ক ::: সিলেটে সাদাপাথর নামক টুরিস্ট বাস উল্টে অর্ধশত পর্যটক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সদর উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদাপাথর নামে বাসটি অন্তত বিশ পর্যটক নিয়ে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে নগরীর আম্বরখানা থেকে রওনা হয়।  পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।  দুর্ঘটনায় অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। ৯৯৯-এ ফোন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে বাকিদের উদ্ধার করে।  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাদাপাথর পরিবহনের ম্যানেজার হাফিজুল ইসলাম বলেন, নগরীর আম্বরখানা থেকে (সিলেট মেট্রো জ ১১- ০০৪০) নাম্বারের গাড়িটি সাদাপাথর যাওয়ার পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন।  সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, পর্যটকবাহী বাস উল্টে বাসটিতে থাকা সব যাত্রী আহত হয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে পেয়েছে। বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।  তিনি জানান ভোলাগঞ্জ সড়কের সদর উপজেলার ধোপাগুল এলাকায় একটি ব্রিজের কাছে অতিরিক্ত গতিতে মোর নিতে গিয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। এর আগে বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন