এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

……………………………

পৌর বিপণী দোকান মালিক ব্যবসায়ী সমিতির শোক সভা

Daily Jugabheri
প্রকাশিত ০১ এপ্রিল, সোমবার, ২০২৪ ০৪:২১:২৮

জাহাঙ্গীর আলী সাজু ছিলেন একজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব : মেয়র আনোয়ারুজ্জামান


সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মানুষ মরণশীল। আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে কিছু কিছু মৃত্যু আমাদেরকে ব্যতিত করে। জাহাঙ্গীর আলী সাজু ছিলেন একজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব। তাঁর এই অকাল মৃত্যু আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।  তিনি রবিবার (৩১ মার্চ) বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘীর পারস্থ একটি কমিউনিটি সেন্টারে পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য কাঁচঘর এর স্বত্ত্বাধিকারী সম্প্রতি আমেরিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মো. জাহাঙ্গীর আলী সাজু এর স্মরণে আয়োজিত শোক সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  জাহাঙ্গীর আলী সাজুর মাগফিরাত কামনা করে ও তাঁর পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেয়র আরো বলেন, তাঁর এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন থাকে বেহেস্ত নসিব করেন এবং তাঁর পরিবার বর্গকে শোক সহিবার শক্তি প্রদান করেন।  মেয়র আরো বলেন, পৌর বিপণী দোকান মালিক ব্যবসায়ী সমিতির বিভিন্ন সমস্যা সমাধানে এবং সকল ধরনের উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।  পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন আহমদ এর পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. হাফিজ উল্লাহ, আলমগীর হোসেন শাহেদ, আহমেদুর রহমান মিনু, আব্দুল কুদ্দুছ আবুল, রফি আহমদ নোমান, আমির আলী, শাহেদ আহমদ, অরুন কুমার পাল প্রমুখ। ইফতার মাহফিলের পূর্বে জাহাঙ্গীর আলী সাজু সহ সমিতির প্রয়াত সকল সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনা করেন দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন