এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ফুটপাত দখল করে ব্যবসা করায় সিসিকের জরিমানা

Daily Jugabheri
প্রকাশিত ২১ মার্চ, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৪০:৪৩

যুগভেরী ডেস্ক ::: ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বিভিন্ন দোকান মালিককে জরিমানা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে মালামাল জব্দ করেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২১ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গত ১০ মার্চ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বসানের পর থেকে ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার প্রধান রাজস্ব কর্মকর্তা ও (এক্সিকিউটিভ মেজিস্ট্রেট) মো: মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় গ্যাসের সিলিন্ডার চুলা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল ও ইফতার সামগ্রী ব্যবসা করায় বিভিন্ন দোকান রেস্তোরাঁর মালিককে নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং ফুটপাত দখলকারী ভ্রাম্যমাণ ব্যাবসায়ীদের সতর্ক করতে মালামাল জব্দ করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন