এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের শ্রদ্ধাঞ্জলি

Daily Jugabheri
প্রকাশিত ১৭ মার্চ, রবিবার, ২০২৪ ২৩:৫৪:০৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র, সিলেট।’ গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙনে এ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা, বীর মুক্তিযোদ্ধা গুলজার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশ, বীর মুক্তিযোদ্ধা আলী নূর, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কুমার দাশ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা প্রীতিকুসুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাকেশ সরকার, বীর মুক্তিযোদ্ধা নাথরাম বনিক, বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দাশ গোপাল, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা টেনাই উল্লাহ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জানু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ননীগোপাল দাশ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঈন উদ্দীন এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মিজানুর রহমান এবং শ্যামল দেবনাথ প্রমুখ।  শ্রদ্ধ নিবেদন শেষে মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসে দেশ এগিয়ে যাবে, হবে সোনার বাংলাদেশ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন