এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে রজব, ১৪৪৬ হিজরি

টুকেরবাজারে ট্রাক-চাপায় গোলাপগঞ্জের যুবকের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ১৪ মার্চ, বৃহস্পতিবার, ২০২৪ ২৩:৩২:৪১

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজার এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং অপর এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রুবেল আহমদ (২০)। নিহত রুবেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকার রফিক আহমদের ছেলে। ঘটনাস্থলে তিনি মারা যান।

এ-ঘটনায় আহত হয়েছেন মাসুক মিয়া (৩০) নামে আরেক যুবক। তিনিও একই এলাকার বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আহত যুবককে পুলিশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন