এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মোটরসাইকেল চুরি

Daily Jugabheri
প্রকাশিত ১৩ মার্চ, বুধবার, ২০২৪ ২৩:৩৪:৩৮
ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মোটরসাইকেল চুরি

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেন আনার ব্যবহৃত মোটরসাইকেলটি চোর চক্র তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে।  বুধবার ( ১২ মার্চ) মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেট জামে মসজিদের নিচতলায় মার্কেটের বারান্দা থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চুরেরা। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন আনা।  জানা যায়, সাংবাদিক আনোয়ার হোসেন আনা উপজেলার গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেটের জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসেছিলেন। তারাবির নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে দেখতে পান তার ১২৫ সিসির সিলেট-হ ১৪-৭২৯৪ বাজাজ ডিস্কোভার মোটরসাইকেলটি নির্দিষ্ট স্থানে নেই। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক সাংবাদিকের মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরািএঘটনা নিয়ে কাজ করছি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন