এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১০ মার্চ, রবিবার, ২০২৪ ১৯:৪৭:০৪
রমজান উপলক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

যুগভেরী ডেস্ক ::::: পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের প্রয়াত মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীধরপাশাসহ বিভিন্ন গ্রামের অসহায়-হতদরিদ্র প্রায় ২শত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন প্রয়াত মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী কলকলিয়া ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ, সুনামগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিল এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেইভ ফাউন্ডেশনের আজীবন উপদেষ্টা সদস্য দানবীর হাবিব আলম কোরেশী।

রবিবার (১০মার্চ) কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে প্রয়াত মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের তহবিল থেকে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ নিতে আসা ষাটোর্ধ বৃদ্ধ এক ব্যক্তি জানান, ‘বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে এতো সদাই-পাতি আমার পক্ষে কিনা সম্ভব হতো না। আমাকে প্রয়াত মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিব আলম কোরেশী সাহায্য করেছেন। আমি রোজা রেখে তিনির জন্য দোয়া করবো।’

এ বিষয়ে প্রয়াত মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দানবীর হাবিব আলম কোরেশী বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব বজায় রেখে আমাদের সকলের কাজ করতে হবে। পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসের ফজিলত ও বরকত সব চেয়ে বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হতদরিদ্র মানুষেরা কষ্ঠে দিনযাপন করছেন। তাই মানুষের কল্যাণে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, রুহেল আলম কোরেশী, প্রয়াত মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সদস্য জাকুয়ান কোরেশী, কলকলিয়া ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন এর সদস্য জুনেদ আহমদ কোরেশী, আরমান আলম কোরেশী, আনোয়ার হোসেন, কাজী আপ্তাব মিয়া, দেওয়ান আব্দুল ওয়াদুদ, মাহবুব আলম কোরেশী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন