এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

গোয়াইনঘাটে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Daily Jugabheri
প্রকাশিত ০৭ মার্চ, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৩২:৫৪
গোয়াইনঘাটে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

যুগভেরী ডেস্ক ::: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে ফুলেল শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে উপজেলাবাসী। ১৯৭১ সালের ৭ই মার্চ। রেসকোর্স ময়দানের সেই ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালজীয় সেই ভাষণে বাঙালি জাতি পেয়েছিল মুক্তির দিশা। ইতিহাসের সেই বিরলতম দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো গোয়াইনঘাট উপজেলার মানুষ। বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ (এমপি), গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট সরকারি কলেজ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন